tamim-sabbirআফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এবারই প্রথম আফগানিস্তানের লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছেন।

জানা গেছে, তামিম ইকবাল খেলবেন স্পিনগড় নামের দলে। তামিমকে ২৪ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে তারা। ইমরুল কায়েস খেলবেন বুস্ট ডিফেন্ডার্সের হয়ে। তাকে দলে নিতে আট লাখ টাকা খরচ করেছে দলটি। একই পরিমাণ টাকা দিয়ে সাব্বিরকে দলে নিয়েছে কাবুল ঈগলস।

chardike-ad

এই লিগে স্থানীয় ও বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলবেন পাকিস্তানি, ওয়েস্ট ইন্ডিয়ান ও জিম্বাবুয়ান ক্রিকেটাররাও।

১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এটি এই টুর্নামেন্টের চতুর্থ আসর। আগের তিন আসরে কোনো বিদেশি ক্রিকেটার খেলেছেন কিনা, তা জানা যায়নি।