ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮ এর পর মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য নতুন ফোন নিয়ে হাজির হলো দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ‘গ্যালাক্সি ফিল’ নামে ফোনটি সামনের মাসেই বাজারে পাওয়া যাবে।
৪.৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০। তিন জিবি র্যামের ফোনটি ১.৬ অক্টো কোর প্রসেসরের। পানি রোধক সুবিধা থাকায় ফোনটি ৩০ মিনিট পানির নিচে রেখে ব্যবহার করা যাবে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে কুইক চার্জার প্রযুক্তি। স্যামসাং জানিয়েছে মাত্র ১১০ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
ফোনটিতে রয়েছে ইউএসবি সি টাইপ চার্জিং পোর্ট, ফোরজি, ওয়াইফাই ৮.২,এনএফসি, ব্লুটুথ ৪.২ সুবিধা। এতে আরও রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ডিভাইসটির সামনে রয়েছে।
সাদা, কালো এবং গোপালী রঙে পাওয়া যাবে ডিভাইসটি। ফোনটি বর্তমানে জাপানে প্রি-অর্ডার শুরু হয়েছে। তবে মূল্য সম্পর্কে স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে মূল্য ২০ হাজার টাকার মধ্যে থাকতে পারে।