Search
Close this search box.
Search
Close this search box.

nasirবাংলাদেশ ক্রিকেটের লড়াকু খেলোয়াড় নাসির হোসাইন দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলেও নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে ভক্তদের তৃপ্ত করতে পারেননি তিনি। সিরিজ শেষে দেশে ফিরেই সেই আক্ষেপ মেটালেন ঢাকা প্রিমিয়ার লীগে দুর্ধর্ষ এক সেঞ্চুরি হাঁকিয়ে।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে শতরান করার গৌরব অর্জন করেন তিনি।

chardike-ad

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮১ রানে দুই উইকেটের পতন ঘটলে ক্রিজে নামেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক নাসির হোসাইন। শেখ জামালের বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন ঝড়ো ইনিংসের মাধ্যমে। ১১৩ বলে ১৩৪ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। তা না হলে ইনিংসটি হয়তো আরেকটু লম্বা হতো। ১৩৪ রানের ঝড়ো ইনিংসে নাসির হাঁকিয়েছেন ৭টি চার ও ৬টি ছক্কা।