Search
Close this search box.
Search
Close this search box.

Mashrafee-Mortazaমাশরাফি মর্তুজা বর্তমানে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় শীর্ষে। ১৭৩টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২২৯টি। মাশরাফির পরেই রয়েছেন সাকিব আল হাসান। তার দখলে রয়েছে ২২৪টি উইকেট। সাকিবের পরেই তৃতীয় স্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক। ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২০৭টি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ত্রিদেশীয় সিরিজ শেষ করে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। ওয়ানডে ক্রিকেটে নতুন এক রেকর্ড ছোঁয়ার হাতছানি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজার সামনে।

chardike-ad

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। আর এই মাইলফলক থেকে মাত্র ১ উইকেট দূরে রয়েছেন মাশরাফি।