Search
Close this search box.
Search
Close this search box.

champion-trophyদড়জায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী জুনের প্রথম দিন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে আইসিসি আয়োজিত ক্রিকেটের বৃহৎ এই টুর্নামেন্ট। স্বাগতিক ইংল্যান্ডসহ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরও সাতটি দল অংশ নিচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে। মোট আট দলকে চারটি করে দুই ভাগে ভাগ করে সাজানো হয়েছে গ্রুপ পর্ব।

গ্রুপ ‘এ’তে জায়গা পেয়েছে বাংলাদেশ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অষ্ট্রেলিয়া। আর গ্রুপ ‘বি’তে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

chardike-ad

বাংলাদেশের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি। জুনের প্রথম দিন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজা বাহিনী। চলুন দেখে নেওয়া যাক, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচি-

১ জুন- ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওভাল
২ জুন- নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন
৩ জুন- শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল
৪ জুন- ভারত বনাম পাকিস্তান, এজবাস্টন
৫ জুন- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওভাল
৬ জুন- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, কার্ডিফে
৭ জুন- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, এজবাস্টন
৮ জুন- ভারত বনাম শ্রীলঙ্কা, ওভাল
৯ জুন- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কার্ডিফে
১০ জুন- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন
১১ জুন- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল
১২ জুন- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কার্ডিফে

১৪ জুন- প্রথম সেমিফাইনাল, কার্ডিফে
১৫ জুন- দ্বিতীয় সেমিফাইনাল, এজবাস্টন

১৬ জুন- ফাইনাল, ওভাল
১৯ জুন- রিজার্ভ ডে।