Search
Close this search box.
Search
Close this search box.

south-korea-fireদক্ষিণ কোরিয়া এক ঝাঁক পায়রাকে লক্ষ্য করে ৪৫০টির বেশি মেশিনগানের গুলি ছুঁড়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উত্তেজনাপূর্ণ ডেমিলিটারাইজড জোনে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়া সীমান্তের ওপার থেকে উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর এ অভিযোগ করা হল।

মঙ্গলবারের ওই ঘটনার পর সিউলের সামরিক কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, ওই বস্তুগুলো ছিল ড্রোন এবং এগুলো উত্তর কোরিয়া থেকে এসেছিল। বুধবার তারা জানায়, এগুলো ছিল বেলুন। বেলুনগুলো সীমান্ত এলাকায় অপপ্রচরণামূলক লিফলেট বহন করছিল।

chardike-ad

কিন্তু বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেশটির একজন সেনা মুখপাত্র বলেছেন, রহস্যময় উড়ন্ত আকৃতির বস্তুটি নিছকই এক ঝাঁক পাখি ছিল। এ কারণে পিয়ংইয়ং সিউলকে দ্বন্দ্বে ভোগা হিস্ট্রিয়াগ্রস্ত বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার একের পর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপ জুড়ে তীব্র উত্তেজনা চলছে।