bangladesh-cricket-teamত্রিদেশীয় সিরিজের আগেই হিসাব-নিকাশ শুরু হয়ে গিয়েছিল। এই সিরিজে কী করলে কী হবে বাংলাদেশের। এমনকি খোদ আইসিসিও হিসাব-নিকাশ দিতে শুরু করেছিল, কয় ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট কত হবে, কোথায় গিয়ে দাঁড়াবে তাদের অবস্থান!

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও শর্ত অনুযায়ী আইরিশদের পরের ম্যাচে হারিয়েছে এবং নিউজিল্যান্ডকেও হারাতে পেরেছে বাংলাদেশ। সুতরাং, প্রথম অর্জন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে গেলো মাশরাফিরা। শ্রীলঙ্কার মত দলকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে গেলো টিম বাংলাদেশ।

chardike-ad

নিউজিল্যান্ডকে হারানোর ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হলো ৯৩। শ্রীলঙ্কার রেটিং পয়েন্টও ৯৩। তবে ভগ্নাংশের হিসেবে বাংলাদেশ গেলো এগিয়ে।