ruhaniইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপারে শত্রুদের মন্তব্যকে অজ্ঞতা প্রসূত অভিহিত করে বলেছেন, ক্ষেপণাস্ত্রই ইরানের একমাত্র শক্তি নয়। তিনি বলেন, প্রয়োজনে আরো ক্ষেপণাস্ত্র তৈরি করব এবং শত্রুর হুমকি ও চাপের কাছে আমরা মাথা নত করব না।

ইরানের প্রেসিডেন্ট শত্রুদের উদ্দেশ্য করে আরো বলেছেন, সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্রের পরিমাণ ছিল আমাদের চেয়ে বেশি। বৃহৎ শক্তিগুলো সেসময় সাদ্দামকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাংক ও রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল। কিন্তু মহান আল্লাহর প্রতি বিশ্বাস, জাতীয় ঐক্য ও ধর্মীয় নেতাদের প্রতি আনুগত্যের কারণে ইরানের জনগণ চাপিয়ে দেয়া অসম যুদ্ধে বিজয় অর্জনে সক্ষম হয়।

chardike-ad

প্রেসিডেন্ট রুহানি আজ খুররাম শাহর মুক্ত করার বার্ষিকী উপলক্ষে বলেছেন, সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় সারা বিশ্ব ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু তারপরও মহান খোদার কৃপায় শত্রুরা আমাদের ক্ষতি করতে পারেনি।

১৯৮২ সালে আজকের এই দিন ইরানের বীর যোদ্ধারা সাদ্দাম বাহিনীর কবল থেকে সীমান্তবর্তী খোররাম শাহর মুক্ত করতে সক্ষম হয়েছিল।