sabanaদেশে ফিরেছেন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। প্রায় দেড় বছর পর সোমবার (২২ মে) ঢাকায় এসেছেন তিনি। শাবানার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, ‘২৫ মে চিত্রপরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম ছবি ‘ওরা ১১ জন’র কলাকুশলীদের সংবর্ধনা দেয়া হবে। ওই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য শাবানাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি তিনি উপস্থিত থাকবেন।’ তিনি আরও জানান, ‘শাবানা দেশে থাকবেন এক মাস। ঈদের আগেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ইচ্ছা আছে তার।’

chardike-ad

প্রায় দেড় যুগ আগে অভিনয় ছেড়েছেন শাবানা। কিন্তু দর্শকরা এখনও তাকে ছাড়েননি, ভক্তদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শাবানা দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন। এর আগে এই অভিনেত্রী বাংলাদেশে এসেছিলেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। উপলক্ষ ছিল শাবানার বোনের ছেলের বিয়ে।

দীর্ঘদিন আড়ালে থাকা জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন পর আড়াল ভাঙছেন এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে।