Roger-Mooreজেমস বন্ড চরিত্রে অভিনয় করা জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা স্যার রজার মুর আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে গতকাল মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ক্যানসারের সঙ্গে অল্প কিছুদিন লড়াই করার পর আজ সুইজারল্যান্ডে স্যার রজার মুরের মৃত্যু হয়েছে।

chardike-ad

টুইটারে রজার মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব অল্প দিন হলেও ক্যানসারের সঙ্গে তুমুল লড়াই করে হেরে গেলেন রজার মুর। তার শেষ ইচ্ছা অনুযায়ী মোনাকোতে শেষকৃত্য করা হবে।

ব্রিটিশ এই অভিনেতার সন্তানদের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাবা, স্যার রজার মুর আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা শোকাহত।

১৯২৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরের স্টকওয়েলে জন্ম গ্রহণ করেন তিনি। ৭০ ও ৮০ দশকে জেমস বন্ড সিরিজের মোট সাতটি সিনেমায় অভিনয় করেছেন স্যার রজার মুর। সিনেমাগুলো হলো-লিভ অ্যান্ড লেট ডাই, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, দ্য স্পাই হু লাভড মি, ‌মুনরেকার, ফর ইওর আইস অনলি, অক্টোপুসি এবং অ্যা ভিউ টু অ্যা কিল।