stuardমার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লে. জেনারেল ভিনসেন্ট স্টুয়ার্ড বলেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র একদিন অনিবার্যভাবেই অর্জন করবে উত্তর কোরিয়া। গতকাল (মঙ্গলবার) মার্কিন সিনেটের শুনানিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমেরিকায় আঘাত হানতে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জনের পথেই রয়েছে উত্তর কোরিয়া। অবশ্য দেশটি কবে এ ধরণের সক্ষমতা অর্জন করবে সে বিষয়ে কোনো পূর্বাভাষ দেয়া অসম্ভব বলেও স্বীকার করেন তিনি। তিনি বলেন, পরমাণু সক্ষমতা অর্জনে উত্তর কোরিয়ার সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ ধরণের সক্ষমতা অর্জনের পথে রয়েছে দেশটি।

chardike-ad

এদিকে, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস বলেন, উত্তর কোরিয়া ক্রমবর্ধমানহারে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠছে। ক্রমবর্ধমান পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য দেশটি এমন হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি।

২০১২ সালে পিয়ংইয়ং নিজেকে পরমাণু শক্তিধর হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।