Search
Close this search box.
Search
Close this search box.
rion
জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন রিয়ং

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সরকার যতদিন পিয়ংইয়ং-এর প্রতি বিদ্বেষী নীতি ত্যাগ না করবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে দেশটি কোনো আলোচনায় বসবে না।

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন রিয়ং বলেছেন, “বিশ্বের সব সমস্যার মূলে রয়েছে আমেরিকা।” তিনি আরো বলেন, আমেরিকানরা সংলাপের কথা বলে বেড়াচ্ছে। কিন্তু কথায় নয় তাদের এই সদিচ্ছার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে।

chardike-ad

এর আগে উত্তর কেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা চোয়ে সন-হুই গত সপ্তাহে বলেছিলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে।

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ং-এর বিরুদ্ধে ‘এককভাবে’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের ‘বড় ধরনের সংঘাত’ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে।