হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও আরও আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫৭০ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা।
আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তথ্য মতে, চাহিদা ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও ঢেলে সাজানো হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এ লক্ষ্যে ডিজাইনসহ সার্বিক মূল্যায়নে পরামর্শক হিসেবে বিদেশি ৪ প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো হলো জাপানের নিপ্পন কোয়েই কোম্পানি লিমিটেড ও ওরিয়েন্টাল কনসালট্যান্টস কোম্পানি লিমিটেড, সিঙ্গাপুরের সিপিবি কনসালট্যান্টস প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট।
এ অনুমোদনের ফলে অবকাঠামোসহ বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণ, প্যাসেঞ্জার টার্মিনাল, টানেলযুক্ত মাল্টি লেভেল কার পার্কিং, নতুন কার্গো কমপ্লেক্স, ভিভিআইপি কমপ্লেক্স ও রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে।