Search
Close this search box.
Search
Close this search box.

macron-new-president-of-franceফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন মধ্যপন্থি রাজনীতিক ইমানুয়েল মাক্রোঁ। রোববার (১৪ মে) রাষ্ট্রীয় নানা জাঁকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এক বৈঠকে বসেন এমানুয়েল ম্যাক্রন। পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।

chardike-ad

প্রেসিডেন্ট ম্যাক্রনের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আগামীকাল সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এবং মঙ্গলবার নাগাদ নতুন সরকার গঠন করা হতে পারে।

মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৩৯ বছর বয়সী ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মধ্যপন্থী এই প্রেসিডেন্টকে পেয়ে দেশটির বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ চলছে।