Search
Close this search box.
Search
Close this search box.

soudi-accidentসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন, ফেনীর ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।

chardike-ad

আবদুল আজিজের প্রতিবেশি ইসরাফিল চৌধুরী কিরণ জানান, নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি গেলো এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে আসেন। শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাবার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত দু’জনকে এখন নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান ইসরাফিল চৌধুরী কিরণ।