সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন, ফেনীর ব্যবসায়ী আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।
আবদুল আজিজের প্রতিবেশি ইসরাফিল চৌধুরী কিরণ জানান, নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি গেলো এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে আসেন। শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাবার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত দু’জনকে এখন নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান ইসরাফিল চৌধুরী কিরণ।