কেনিয়ার মোম্বাসা নামের একটি প্রদেশ আছে। সেই প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে বাংলাদেশে! কী অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতোই ব্যাপার। বাংলাদেশের সঙ্গে কোনো রকম যোগসূত্র না থাকলেও কেনিয়ার মোম্বাসায় বাংলাদেশ নামের একটি বসতি আছে।
কেনিয়ার এই এলাকার অস্তিত্ব আছে গুগল ম্যাপেও। সেখানে ‘বাংলাদেশ, মোম্বাসা, কেনিয়া’ ইংরেজি বর্ণে লিখে সার্চ মিলে যায় ওই এলাকার ম্যাপও!
অবশ্য নামের কারণে নেয়, মোম্বাসার বাংলাদেশ নামক এলাকাটি আলোচনায় এসেছে নতুন ধরনের একটি মুদ্রা ব্যবস্থার কারণে। যা অনেকটা বিনিময় প্রথার মতো।
সেখানকার বাসিন্দারা পণ্যের বদলে পণ্য কেনাবেচা করার মতো পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য চালায়। এ ছাড়া সেখানে সরকারের অনুমোদনহীন একটি মুদ্রা আছে। যেটার নাম— বাংলা পেসা। ওই মুদ্রার কাগুজে সংস্করণও আছে। যা আবার ছাপানো হয় জার্মানিতে।
জানা গেছে, ৫, ১০, ২০, ৪০ ও ৫০ মূল্যমানের বাংলা পেসা মুদ্রা রয়েছে। কেনিয়ার সরকার অবশ্য এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। বরং তারা নিয়ম করে বাংলা পেসা সেখানে নিষিদ্ধ করে দিয়েছে। তারপরও মোম্বাসার বাংলাদেশ অঞ্চলের মানুষ মুদ্রাটি ব্যবহার করছে।