Search
Close this search box.
Search
Close this search box.

saudi-arab‘প্রবাসীরা প্রকৃত উন্নয়ন যোদ্ধা’ বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় হোটেল কেনেনা ইন্টারন্যাশনালে এক মতবিনিময় সভার তিনি একথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন, “বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন দেশকে মুক্ত করার জন্য। আজ প্রবাসী ভাইরা যুদ্ধ করেছেন দেশের উন্নয়নের জন্য।

chardike-ad

“প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়নে রেমিট্যান্স পাঠিয়ে যারা সহযোগিতা করছেন সেই রেমিট্যান্স যোদ্ধাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। রেমিট্যান্স যোদ্ধারা জাতির অহংকার।”

ফ্রেন্ড অব বাংলাদেশ জেদ্দার সহ সভাপতি মিজানুর রহমান ও কাশেম মজুমদারের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ নিয়াজী।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রেলপথ মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা, প্রবাসী ব্যবসায়ী মির হোসেন মিরু, রিয়াদ আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী বেলাল হোসেন, মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন ও শহিদ হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ কাশেম, মিজানুর রহমান শিপন, নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আলী আক্কাস, আবুল বাশার, মোস্তফা ভুঁইয়া টিপু, শামসুল আলম খোকন, ইসমাইল হোসেন বাবলু, তুহিন ও এমদাদুল হক।