উত্তর কোরিয়া ইসরাইলকে “মধ্যপ্রাচ্যের জন্য অভিশাপ” এবং “জোরপূর্বক দখলদার” বলে তীব্র মন্তব্য করেছে। কিম জং-উনকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী “পাগল” বলে সম্বোধন করায় এ ধরণের মন্তব্য করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অভিগডোর লাইবারম্যানের দায়িত্বহীন মন্তব্যে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের মর্যাদাকে আঘাত করেছে।
উত্তর কোরিয়ার একজন মুখপাত্র বলেন, “ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এ ধরণের বেপরোয়া মন্তব্য বিদ্বেষপূর্ণ এবং হীনমূলক।” তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থন বলেই ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পারমানবিক অস্ত্রধারী রাষ্ট্র, অতএব উত্তর কোরিয়ার পারমানবিক শক্তি নিয়ে উচ্চবাক্য করা ইসরায়েলের জন্য শোভনীয় নয়”
সেইসাথে তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি বিঘ্নকারী, আরব অঞ্চলে দখলদার এবং মানবতার শত্রু বলে মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন যে, দখলদারিত্ব থেকে মুক্তি পেতে এবং জেরুজালেমকে রাজধানী সহকারে পরিপূর্ণ রাষ্ট্র গঠনে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দিবে পিয়ংইয়ং ।
ইসরায়েলি মিডিয়াতে প্রতিরক্ষা মন্ত্রী অভিগডোর লাইবারম্যান গত সপ্তাহে এক সাক্ষাত্কারে বলেন, কিম জং-উন একজন পাগল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মতই মানসিকভাবে অসুস্থ।
সূত্র: দ্যা নিউ আরব