Search
Close this search box.
Search
Close this search box.

uaeসংযুক্ত আরব আমিরাতের কাছে সম্ভাব্য দুইশ’ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করেছে আমেরিকা বলে পেন্টাগন জানিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের চলমান আগ্রাসনের গুরুত্বপূর্ণ সদস্য দেশটি।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসডিএ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে সব মিলিয়ে ১৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দফতর।

chardike-ad

বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতকে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে আমেরিকার পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক কথিত হুমকি এবং দেশটির প্রতিরক্ষা জোরদারে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০০৯ সাল থেকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে দেশটিকে কোনো ঝামেলা পোহাতে হবে না।