দক্ষিণ কোরিয়ায় বিদেশীদের মধ্যে প্রায় ১০.৫ শতাংশ ভিসাবিহীন অবৈধভাবে বসবাস করছে। কোরিয়ায় বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে ২লাখ ১১হাজার ৩২ জন বিদেশী ভিসা ছাড়া কোরিয়ায় বসবাস করছে।
বিদেশীদের সংখ্যা প্রতিবছর বাড়লেও অবৈধভাবে বসবাসকারীর শতকরা হারে কমেছে। ২০১২ সালে অবৈধ বসবাসকারীর সংখ্যা ছিলো ১২.৩ শতাংশ, ২০১৫ সালে ১১.৩ শতাংশ এবং ২০১৬ সালে তা আরো কমে ১০.২ শতাংশে নেমে এসেছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় ১৫ হাজার বাংলাদেশী বসবাস করছে।