অস্ট্রেলিয়ার ডাক বিভাগের নির্বাহী প্রধানের বেতন পুনর্বিবেচনা করতে বিভাগটির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ডাক বিভাগের প্রধান আহমেদ ফাহোরের বেতন প্রধানমন্ত্রীর চেয়ে ১০ গুণ বেশি- এমন তথ্যের পরই ওই আহ্বান জানান তিনি।

বিবিসি জানিয়েছে, গত বছর আহমেদ বেতন পেয়েছেন মোট ৪৩ লাখ মার্কিন ডলার, যা প্রধানমন্ত্রীর বেতনের চেয়ে ১০ গুণ বেশি। টার্নবুল এতে ‘অত্যন্ত বেশি’ বলে আখ্যায়িত করেছেন।

chardike-ad

তবে ডাক প্রধানের ওই ‘উচ্চ বেতনের’ পক্ষে যুক্তি দেখিয়েছে বিভাগটি। তারা জানায়, একটি লোকসানি প্রকল্প থেকে ২০১৬ সালে আহমেদ ডাক বিভাগকে একটি লাভজনক ব্যবসায়ে পরিণত করেছেন। এজন্য বোনাস হিসেবে তাকে দেয়া অতিরিক্ত অর্থ মিলিয়ে গত বছর তার আয় বেড়ে গেছে।

এদিকে সরকারি একটি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার বেতন ‘এত বেশি’ হওয়ার সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সব দলের নেতারাই।

আহমেদ ফাহোর
আহমেদ ফাহোর

অস্ট্রেলীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি প্রতিযোগিতামূলক ব্যবসা। এখানে প্রতিযোগিতার জন্য বেতন দেয়া দরকার। অস্ট্রেলিয়ার সিনেটের পক্ষ থেকে ডাক বিভাগের কাছে তথ্য চাওয়া হলে ওই নির্বাহী প্রধানের বেতনের তথ্য জানা যায়।

সূত্র: বিবিসি