w5

chardike-ad

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে বহুল সমালোচিত দুই হাজার মাইল দীর্ঘ দেয়াল নির্মাণের নির্দেশ দিয়েছেন। বিশ্বে বহুল আলোচিত সীমান্ত দেয়ালের মধ্যে পাকিস্তান-ভারত নিয়ন্ত্রণ রেখার কথা বলা যায়। উপমহাদেশের দুদেশের সীমান্তে কয়েকশ মাইল দীর্ঘ কাঁটাতারের বেড়ার পাশাপাশি রয়েছে ফ্লাডলাইটিংয়ের ব্যবস্থা, যা মহাকাশ থেকেও দেখা যায়।

দুই জার্মানির মধ্যে বার্লিন ওয়ালের মোট দৈর্ঘ্য ছিল প্রায় একশ মাইল। এর কিছু অংশে ১২ ফুট উঁচু দেয়াল ছিল। ১৯৮৯ সালে এ দেয়ালের পতন ঘটে। ইউরোপের দেশ মেসিডোনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া ও বুলগেরিয়া ২০১৪ সালে শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে। দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনের দৈর্ঘ্য প্রায় দেড়শ মাইল, প্রস্থ আড়াই মাইল। মরক্কোর ভেতরে স্পেনের দুই ছিটমহলের নাম চিউতা ও মেলিলা। স্পেন সরকার ১৯৯৩ সালে এসব ছিটমহলে দেয়াল নির্মাণ শুরু করে। বর্তমানে সেখানে রয়েছে ১৯ ফুট ৮ ইঞ্চি উঁচু দেয়াল, যার দুই পাশে দুটি ছোট দেয়াল।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি ভূখণ্ডের চারপাশে ইসরায়েলের নির্মিত দেয়ালের দৈর্ঘ্য এরই মধ্যে ২৮৩ মাইল ছাড়িয়ে গেছে। সেখানে এখনো নির্মাণকাজ চলছে। দুই সাইপ্রাসের মধ্যে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন বাফার জোনের দৈর্ঘ্য ১০০ মাইলের বেশি। এ বাফার জোন কোথাও ২০ গজ, কোথাও চার মাইল চওড়া।