কোরিয়ার অন্যতম প্রধান কসমেটিকস ব্রান্ড ন্যাচার রিপাকলিকের প্রতিষ্ঠাতা জং উওন হোকে পাঁচ বছর জেল দিয়েছে সিউল সেন্ট্রাল কোর্ট। তাঁর বিরুদ্ধে একজন বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমানিত হয়েছে বলে জানিয়েছে জানিয়েছেন এই আদালত।
কোর্ট জং ছাড়াও ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক সিনিয়র বিচারক কিম সো ছুনকে ৭ বছরের জেল দিয়েছে। ঘুষ দেওয়া নেওয়ার কাজে সহায়তাকারী ব্রোকার হিসেবে কাজ করা লি মিন হে এবং লি দোং ছানকে ৪বছর করে জেলের আদেশ দেওয়া হয়েছে।
ঘুষের বিনিময়ে জংকে কয়েকটি মামলা থেকে রেহাই দিয়েছিলেন সিনিয়র বিচারক কিম। আলোচিত এই মামলায় বিচারকদের জড়িত থাকায় গত বছরের সেপ্টেম্বরের কোরিয়ার চীফ জাস্টিস ইয়াং সোং থে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।