কর্মব্যস্ত জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ স্মার্টফোন। এটি ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপকে মোবাইল ডিভাইস কিংবা স্মার্টফোনের প্রাণ বলা হয়। কাজের ধরনভেদে একেকটি অ্যাপের প্রয়োজনীয়তা একেক রকম। অর্থাত্ সব অ্যাপ সমানভাবে সবার কাজে আসে না। কিন্তু কিছু অ্যাপ আছে, যেগুলোর প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা সবার কাছেই সমান। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন সম্প্রতি ২০১৬ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাপের তালিকা
প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ নিয়ে বিশেষ আয়োজন।
ফেসবুক
২০১৫ সালের তুলনায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি আর প্রতি মাসে ১৪ কোটি ৬০ লাখ ২৭ হাজারের বেশি ইউনিক ব্যবহারকারী নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাপ। নিয়েলসেনের তথ্যমতে, গ্রাহক প্রবৃদ্ধি অর্জনে ফেসবুকের জনপ্রিয়তায় গত বছর কিছুটা ভাটা পড়েছে।
ফেসবুক মেসেঞ্জার
২০১৬ সালের শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকলেও ফেসবুক মেসেঞ্জারের প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ। জনপ্রিয় এ মেসেজিং অ্যাপের প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ১২ কোটি ৯৬ লাখ ৭৯ হাজারে। ২০১৪ সালে ফেসবুক মেসেঞ্জারকে আলাদা প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করে ফেসবুক কর্তৃপক্ষ।
ইউটিউব
বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন প্রকাশিত তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব। গতবার এক বছর আগের তুলনায় এ অ্যাপের প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। গুগল অধিকৃত সেবাটির প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।
গুগল ম্যাপ
২০১৫ সালের তুলনায় ২২ শতাংশ প্রবৃদ্ধি আর প্রতি মাসে ১০ কোটি ৫৭ লাখ ৫৯ হাজারের বেশি ইউনিক ব্যবহারকারী নিয়ে গত বছর শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপের তালিকায় চতুর্থ অবস্থান দখলে নিয়েছে গুগল ম্যাপ। বিশ্বব্যাপী অবস্থান নির্ণয় ও পথের দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপ এখন বহুল ব্যবহূত একটি অ্যাপ্লিকেশন।
গুগল সার্চ
নিয়েলসেন প্রকাশিত তালিকার পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে গুগল সার্চ অ্যাপ। গত বছর ৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ অ্যাপের প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। ইন্টারনেট ব্যবহারে বহু মানুষ এ অ্যাপ ব্যবহার করেন। বৈশ্বিক টেকপ্রধান গুগলের তৃতীয় অ্যাপ, যা ২০১৬ সালের শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকায় স্থান পেয়েছে।
গুগল প্লে
২০১৫ সালের তুলনায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আর প্রতি মাসে ৯ কোটি ৯৭ লাখ ৭৩ হাজারের বেশি ইউনিক ব্যবহারকারী নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে গুগল প্লে। মার্কিন টেক জায়ান্ট গুগলের অ্যাপস্টোরে নতুন অ্যাপের অন্তর্ভুক্তি ব্যবহারকারী বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। এছাড়া গত বছরে গুগল প্লেতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে গুগল।
জিমেইল
২০১৬ সালের শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকার সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে জিমেইল। গত বছর এ অ্যাপের প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। জনপ্রিয় এ অ্যাপের প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৮ কোটি ৮৫ লাখ ৭২ হাজারে। গত বছর শুরুর দিকে জিমেইল অ্যাপের নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দিয়েছিল গুগল।
ইনস্টাগ্রাম
জনপ্রিয় ফটো মেসেজিং অ্যাপ ইনস্টাগ্রাম নিয়েলসেন প্রকাশিত শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকার অষ্টম নম্বরে থাকলেও গত বছর এর প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। যা শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ইনস্টাগ্রামের প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৭ কোটি ৪৬ লাখ ৭২ হাজারের বেশি।
অ্যাপল মিউজিক
স্পটিফাই ও প্যান্ডোরার মতো জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং স্মার্টফোন অ্যাপকে পেছনে ফেলে শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপল মিউজিক। ২০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গত বছর অ্যাপল মিউজিকের প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ ৯২ হাজারে পৌঁছেছে।
অ্যামাজন অ্যাপ
২০১৬ সালের শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপ তালিকার দশম স্থান দখলে নিয়েছে অ্যামাজন অ্যাপ। সেরা দশের শেষ অবস্থানে থাকলেও গত বছর এ অ্যাপ ব্যবহারকারীর প্রবৃদ্ধি হয়েছে ৪৩ শতাংশ। প্রতি মাসে ইউনিক ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৬ কোটি ৫৫ লাখ ১১ হাজারে। বার্ষিক প্রবৃদ্ধিতে অ্যাপটি সবচেয়ে এগিয়েছে। বণিকবার্তার সৌজন্যে।