Search
Close this search box.
Search
Close this search box.

scc

রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

chardike-ad

আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এনটিভি অনলাইনকে জানান, কমিটিতে আরো আছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান, তেঁজগাও স্টেশনের যুগ্ম পরিচালক মো. সালাউদ্দিন, পরিদর্শক তরিকুল ইসলাম ও তানহারুল।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে মার্কেট ভবনটির একাংশ ধসে পড়ে। ধসে পড়া অংশে কাঁচাবাজার ও বেশ কিছু কাঁচামালের দোকান ছিল। এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আজ দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ডিএনসিসির মেয়র আনিসুল হক জানান, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে।