Search
Close this search box.
Search
Close this search box.

Hyundai-Logo

চতুর্থবারের মতো বার্ষিক মুনাফা পতনের মুখে ব্যয় সংকোচন করছে হুন্দাই মোটর। এর মধ্যে কর্মীদের বিজনেস ক্লাস ফ্লাইট ও বিদেশে পারিবারিক ভ্রমণ হ্রাস করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। খবর রয়টার্স।

chardike-ad

দুর্বল উদীয়মান বাজারে নির্ভরতা এবং এসইউভির পরিবর্তে আরো সেডান তৈরির উত্পাদন পরিকল্পনা দক্ষিণ কোরীয় কোম্পানিটির মুনাফা ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারজুড়ে যখন এসইউভি আরো জনপ্রিয় হয়ে উঠেছে।

নতুন মডেল প্রস্তুত এবং একটি নকশা পুনর্গঠনের জন্য সময় প্রয়োজন কোম্পানিটির। এর প্রস্তুতি হিসেবে ব্যয়সংকোচনের পদক্ষেপ হাতে নিয়েছে হুন্দাই মোটর। এসব পদক্ষেপের মধ্যে মুদ্রণ ও ফ্লুরেসেন্ট বাতির ব্যয় হ্রাস রয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে হুন্দাই মোটর গ্রুপের নির্বাহীদের ১০ শতাংশ বেতন হ্রাস করা হয়েছে, যা সাত বছরের মধ্যে এ ধরনের প্রথম পদক্ষেপ। নির্বাহীদের হোটেল কক্ষের মান হ্রাস করা হয়েছে এবং ভ্রমণের বিকল্প হিসেবে ভিডিও কনফারেন্সের দিকে জোর দেয়া হয়েছে। উল্লেখ্য, পাঁচ বছরে শুধু হুন্দাই মোটরের নির্বাহীর সংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ। গত বছর কোম্পানির মোট নির্বাহীর সংখ্যা দাঁড়ায় ২৯৩।