Search
Close this search box.
Search
Close this search box.

export sk

চতুর্থ প্রান্তিকে রফতানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই বছরে প্রথমবারের মতো রফতানি প্রবৃদ্ধির পূর্বাভাস দিল দেশটি। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিনহুয়া।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানিমন্ত্রী জো হিয়াং হুয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো রফতানি বৃদ্ধির আশা করা হচ্ছে। এছাড়া আগামী বছর রফতানি প্রবৃদ্ধির হার ২ শতাংশের বেশি হতে পারে।

মন্ত্রী আরো বলেন, ডিসেম্বরের রফতানি প্রবৃদ্ধি নভেম্বরের ২ দশমিক ৫ শতাংশের চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। যা হবে দুই বছরের মধ্যে প্রথম ত্রৈমাসিক রফতানি বৃদ্ধির সর্বোচ্চ হার।

২০১৭ সালে বৈশ্বিক বাণিজ্য পুনরুদ্ধারের পূর্বাভাস দিয়েছেন হুয়ান। আশা করা হচ্ছে, বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি আগামী বছর স্থানীয় রফতানিকারকদের রফতানি বৃদ্ধিতে সাহায্য করবে।