Search
Close this search box.
Search
Close this search box.

photo-1482400972

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ফল গণনার পালা।আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

chardike-ad

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেলা যতই গড়িয়েছে, ততই ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি বেড়েছে ভোটারদের। তবে কিছু কিছু কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার কমেছে।প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে সিটি নির্বাচনে ইতিহাসের সাক্ষী হতে পুরুষ ভোটারদের চেয়ে সকাল থেকেই এগিয়ে ছিলেন নারীরা। কেন্দ্রগুলোতে দেখা গেছে তাঁদের দীর্ঘ লাইন।শান্তিপূর্ণ এই ভোটের মধ্যে সিদ্ধিরগঞ্জের সফুরা উচ্চ বিদ্যালয় থেকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকজন আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কোথাও ভোট উৎসবে ছেদ পড়ার খবর পাওয়া যায়নি।যাঁদের নির্বাচিত করার জন্য এই নির্বাচন আর ভোটারদের সরব উপস্থিতি, সেই প্রার্থীদের মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সকাল ১০টার মধ্যেই নিজ নিজ কেন্দ্রে দিয়েছেন ভোট। নির্বাচনে সাত প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী।দুই দলের মর্যাদার এ লড়াইয়ের মধ্যে কাউন্সিল প্রার্থীরাও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।