বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪৩ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজন করছে ‘চার্ম অব কোরিয়া এইট’ শীর্ষক দুই দিনের উচ্চাঙ্গসংগীত কনসার্ট।
আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিনের অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের জন্য।
পরদিন ২৩ ডিসেম্বর কনসার্ট শুরু হবে বিকেল তিনটায়। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সহজ ডটকমের ইভেন্টসে গিয়ে ‘চার্ম অব কোরিয়া ২০১৬’তে নিবন্ধনের মাধ্যমে কনসার্ট উপভোগের সুযোগ পাওয়া যাবে।
জানা গেছে, কনসার্টে সংগীত পরিবেশন করবেন দক্ষিণ কোরিয়ার সাতজন শিল্পী। এর মধ্যে বেহালা শিল্পী দু’জন। এ ছাড়া থাকছেন একজন করে সেলো, পিয়ানো, সোপ্রানো, ব্যারিটোন ও ভায়োলা শিল্পী।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ২০১৩ সাল থেকে ধারাবাহিক সংগীতানুষ্ঠান আয়োজনের অষ্টম আসর ‘চার্ম অব কোরিয়া এইট’। এবারের কনসার্টের আয়োজক ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অান সিওং-ডু।