Search
Close this search box.
Search
Close this search box.

base_1480424040-park

দুর্নীতির অভিযোগে ব্যাপক গণবিক্ষোভ ও অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করতে রাজি হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে।  প্রেসিডেন্ট বলেন, তিনি সবকিছু ত্যাগ করতে বা ক্ষমতার মেয়াদ কমানোর প্রস্তাবেও রাজি। তবে তিনি দেশকে ক্ষমতাশূন্য রেখে যেতে চান না। তবে প্রেসিডেন্টের বক্তব্যকে এক প্রকার রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র ইউয়ান খিউওন সুক। গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি পদত্যাগের প্রক্রিয়া জানতে পার্লামেন্টের কাছ থেকে প্রস্তাব চেয়েছেন।

chardike-ad

অন্যদিকে পার্লামেন্টে তার পদত্যাগের বিষয়ে গত শুক্রবার আলোচনা হয়েছে, অন্যথায় তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে।

বিরোধীদল বলছে, ‘অভিশংসিত হওয়ার আগেই প্রেসিডেন্টকে সম্মানের সঙ্গে পদত্যাগ করা উচিত।’

পাক এ পর্যন্ত দুইবার জনসম্মুখে ক্ষমা চেয়েছেন এবং দেশের রাজনৈতিক সংকটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি তৃতীয়বারের মতো ক্ষমা চাইলেন এবং পদত্যাগ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। যদিও এর আগে তিনি পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পাকের মেয়াদ শেষ হবে।