Search
Close this search box.
Search
Close this search box.

samsung-smartphoneদক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষস্থানীয় এ স্মার্টফোন নির্মাতার পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ৫ দশমিক ২ ট্রিলিয়ন ওন। স্যামসাং এর আগে নিজস্ব পূর্বাভাসে ৭ দশমিক ৮ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফা আয়ের কথা জানিয়েছিল।

chardike-ad

উল্লেখ্য, বহুল প্রত্যাশিত গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন উন্মোচনের পর পরই ডিভাইসটি ঘিরে অগ্নিঝুঁকির একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। মূলত এর পর ডিভাইসটি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। দুই সপ্তাহ সময় চেয়ে পরবর্তীতে গ্রাহকদের নতুন ডিভাইস সরবরাহ করা হয়। কিন্তু পরিবর্তিত ডিভাইসেও অগ্নিকাণ্ডের কারণে এটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। এর পর গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।