Search
Close this search box.
Search
Close this search box.

institute of modern languageকোরিয়াতে কাজ, ব্যবসা কিংবা পড়ালেখা করার জন্য কোরিয়ান ভাষা জানা খুবই গুরুত্বপুর্ণ। এজন্য যারা কোরিয়া আসতে চান কোরিয়ান ভাষা যতটুকু পারা যায় শিখে আসাটাই উত্তম। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষার কোর্স শেখানো হয়। নিচে কয়েকটি প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা দেওয়া হলঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে ১ বছর মেয়াদি দীর্ঘকালীন কোর্সের পাশাপাশি ২মাস মেয়াদি শর্টকোর্সও করানো হয়। ন্যুনতম এইচএসসি পাস যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। ১ বছর মেয়াদি কোর্সের জন্য প্রতিবছর মে মাসে আবেদন করতে হয় এবং শর্ট কোর্স প্রতি দুইমাস পরপর ভর্তি করানো হয়। যোগাযোগের ঠিকানাঃ আধুনিক ভাষা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

chardike-ad

কক্ষ নং: ২০৮, ফোনঃ ৯৬৬১৯২০-৭৩ এক্স ৮৫৫০।
মোবাইলঃ ০১৯১২-৭৩৩০২৩, ০১৭১৫-৭৬৯৬৪২

ব্র্যাক বিশ্ববিদ্যালয় (সেজং ইন্সটিটিউট ): ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ৭২ ঘন্টার শর্ট কোর্স , দীর্ঘমেয়াদি কোর্স করানো হয়। যারা ইপিএসএ কোরিয়া আসতে চান কিংবা পড়ালেখার জন্য কোরিয়া আসতে চান তাদের জন্য উপযোগী করে কোর্সগুলো করা হয়েছে।

কিং সেজং ইন্সটিটিউট, ব্র্যাক ইউনিভার্সিটি
বাড়িঃ ৮৭-৮৯, রোড়-৪, ব্লক বি, নিকেতন, গুলশান-১, ঢাকা ১২১২।
মোবাইলঃ ০১৭৬০-২৯৪০১৩
ফোনঃ ৯৮৮১২৬৫/২৬০০/২৭০২

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার: কোরিয়ান সরকারের সহযোগিতায় বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও কোরিয়ান ভাষার কোর্স পরিচালনা করে আসছে।

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস-সালাম রোড়, মিরপুর, ঢাকা ১২১৬।
ফোনঃ ৯০০০১৮৪, ৯০০০১৮৬।