জল্পনা কল্পনাই সত্যি হলো। আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। তিনি সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। বরাবরের মতো অন্য কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকেই সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
বিকালে দলীয় প্রধান শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়ার পরপরই নির্বাচনী অধিবেশন শুর হয়।
সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
এদিকে এদিন আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্রও পাস হয়েছে। সংশোধিত গঠনতন্ত্রে দলের কেন্দ্রীয় কমিটি আরো সম্প্রসারিত করা হয়েছে। কার্যকরী কমিটিতে আরো নয়টি পদ তৈরি করা হয়েছে।
দলের গঠনতন্ত্র কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সংশোধনী প্রস্তাব করেন। এসময় তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন: সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
পুরনো তিনজন যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান।