Search
Close this search box.
Search
Close this search box.

samsung-LG-logo-300x282

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং পরবর্তী স্মার্টফোনে এলজির ব্যাটারি ব্যবহার করবে। এলজির সঙ্গে এজন্য আলোচনায় বসেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে নিক্কেই বিজনেস ডেইলি।

chardike-ad

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ৭ উন্মোচনের পর থেকেই খারাপ সময় পার করছে স্যামসাং। ডিভাইসটির ব্যাটারি বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহক নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে ডিভাইসটির উত্পাদন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এজন্য আগামী দুই প্রান্তিকে ৩০০ কোটি ডলার পরিচালন মুনাফা লোকসান গুনতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

বিবৃতি অনুযায়ী, ত্রুটিপূর্ণ ব্যাটারিই ফ্ল্যাগশিপ ডিভাইসটির অগ্নিঝুঁকির অন্যতম কারণ। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং। এবার তাই ব্যাটারির জন্য স্থানীয় প্রতিদ্বন্দ্বী এলজিকেই গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, ২০১৭ সাল থেকে স্যামসাংয়ের সব ধরনের স্মার্টফোন ডিভাইসের জন্য ব্যাটারি সরবরাহ করবে এলজি।