Search
Close this search box.
Search
Close this search box.

 

যেbase_1477127853-bangladeshi-touristsকোনো দেশের চেয়ে অনেক বেশি সংখ্যক বাংলাদেশী এখন ভারতে বেড়াতে যায়। এর ফলে পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার আয়ও বাড়ছে ভারতের।

chardike-ad

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত মাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক বেড়াতে গেছেন।

ব্যাংকটির প্রকাশিত উপাত্তে বলা হয়, আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতে ১৩ দশমিক ৪ শতাংশ বিদেশী পর্যটক বেড়েছে। আর এ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশী পর্যটকদের ভূমিকা সবচেয়ে বেশি। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ভারতের পর্যটন খাত থেকে প্রায় ১১ দশমিক ৭৮১ কোটি রুপি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে প্রকাশিত ভারতের পর্যটন মন্ত্রণালয়ের মাসিক পরিসংখ্যান ও অভিবাসন ব্যুরোর দেশভিত্তিক পর্যটকদের উপাত্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে পর্যটক আগমনে শীর্ষ ১৫টি দেশের তালিকা দেয়া হয়েছে। যেখানে সেপ্টেম্বরে ভারতে ভ্রমণকারী মোট পর্যটকদের মধ্যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২০ দশমিক ৫৮ শতাংশ ভ্রমণ করেছেন বলে উল্লেখ করা হয়। এর পরেই ১০ দশমিক ৯৬ শতাংশ হার নিয়ে ‍দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।

এরপরই অবস্থান যথাক্রমে: যুক্তরাজ্য (৭.৯৭% ), মালয়েশিয়া (৪.৯৮% ), শ্রীলংকা (৩.৯৮% ), অস্ট্রেলিয়া (৩.৪৭), চীন (৩.৩৬%), জার্মানি(২.৮৩%), জাপান(২.৭৯%), কানাডা(২.৫৮%), নেপাল(২.১৬%), ফ্রান্স(২.১৫%), সিঙ্গাপুর(২.০৮%), আফগানিস্তান(১.৫৭%) এবং সবচেয়ে কম পাকিস্তান (১.৩৬%)।

অন্যদিকে বিদেশি পর্যটকরা যেসব পথে ভারতে প্রবেশ করেছেন তার মধ্যে শতাংশ হিসাবে শীর্ষ ১৫ বন্দর হলো: দিল্লী বিমানবন্দর (৩০.৯৯%), মুম্বাই বিমানবন্দর (১৬.২৮%), হরিদাসপুর স্থল চেকপোস্ট (১১.৬২%), চেন্নাই বিমানবন্দর(৮.৩০%), বেঙ্গালুরু বিমানবন্দর (৬.০১%), কলকাতা বিমানবন্দর (৪.৪৩%), কোচিন বিমানবন্দর (৩.২২%), হায়দারাবাদ বিমানবন্দর(৩.০১%), গেদে রেলপথ (২.২৮%), তিরুচিরাপল্লি বিমানবন্দর (১.৯৯%), আহমেদাবাদ বিমানবন্দর (১.৭২%), ত্রিবান্দারাম বিমানবন্দর (১.৪৯%), গোজাদাঙ্গা স্থল চেকপোস্ট(১.২৯%), অমৃতসর বিমানবন্দর (১.০১%) এবং আত্তারি-ওয়াহ স্থল চেকপোস্ট (০.৯৯%)।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া