অটিজম বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়া এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা বাংলাদেশ অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার-বিষয়ক (এনডিডি) জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল সোমবার সায়মার নেতৃত্বে একটি দল কোরিয়া পৌঁছেছে।
সরকারি তথ্য বিবরণীর মাধ্যমে জানানো হয় ‘কম্পিটেন্সি এনহেন্সমেন্ট অব ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অব অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (এএসডি) ফর চাইল্ড’ শীর্ষক ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
সায়মা ওয়াজেদের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও সূচনা ফাউন্ডেশনের চিকিৎসক, বিশেষ শিক্ষক ও থেরাপিস্টরা।