কুমিল্লায় স্কুল শিক্ষকের বেত্রাঘাতের কারণে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত তানিয়া আক্তার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহীদ উল্লাহর মেয়ে এবং ভারেল্লা শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে সোমবার দুপুরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক তানিয়াকে বেধড়ক বেত্রাঘাত করে। পরে অপমান সহ্য না করতে পেরে বিষপান করে তানিয়া।
ঘটনার পর পর তানিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।