Search
Close this search box.
Search
Close this search box.

world-bank

বাংলাদেশের শিশুপুষ্টি খাতের জন্য আগামী দুই বছরে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ ছাড়া আগামী তিন বছরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ব্যাংকের তহবিল শতকরা ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ তহবিলের অর্থের পরিমাণ বাড়লে এর হার অনুযায়ী বাংলাদেশের সহায়তাও বাড়বে।

chardike-ad

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় কিম আরো বলেন, বাংলাদেশ অনেক খাতেই উন্নতি করেছে, যা প্রশংসনীয়। তবে মানবসম্পদ উন্নয়ন ও নারীর কর্মসংস্থানের বিষয়ে আরো নজর দিতে হবে।

আইডিএর তহবিলের আকার বাড়লে তা বাংলাদেশের জলবায়ু খাতের জন্য দেওয়া হবে বলে জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মধ্যে বৈঠক শুরু হয়।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ সংস্থাটির বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া বাংলাদেশের অগ্রগতি দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট গতকাল রোববার বিকেলে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান। এ সফরে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটিতে তিনি গত দুই দশকে দুই কোটির বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুশীলসমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পরিদর্শন করবেন বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্প।