আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন তিনি।
সফরসূচির অংশ হিসেবে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচন নিয়ে গণবক্তৃতা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতি বছর ১৭ অক্টোবর ‘এন্ড ওয়ার্ল্ড পভার্টি ডে’ পালন করে আসছে বিশ্বব্যাংক। দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে এমন একটি দেশকে প্রতি বছর ‘শোকেস’ হিসেবে বেছে নেয়া হয়। ওই দেশেই দিবসটির মূল অনুষ্ঠান করে থাকে বিশ্বব্যাংক। দারিদ্র্য বিমোচনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বাংলাদেশকে বেছে নেয়া হয়েছে। গত বছর আফ্রিকার দেশ ঘানায় এ অনুষ্ঠান হয়েছিল। সেখানেও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গণবক্তৃতা দিয়েছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। আজ বঙ্গবন্ধু জাদুঘর ও মহাখালীতে বিকাশের প্রধান কার্যালয় পরিদর্শন করবেন। আগামীকাল বরিশালে বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট প্রকল্প পরিদর্শনে যাবেন তিনি। ওইদিন ঢাকা ছাড়ার আগে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জিম ইয়ং কিম।
স্বাধীনতার পর বিশ্বব্যাংকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করছেন জিম ইয়ং কিম। এর আগে সর্বশেষ ২০০৭ সালে বিশ্বব্যাংকের তত্কালীন প্রেসিডেন্ট রবার্ট বি. জোয়েলিক দুই দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন।
দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম ইয়ং কিম ২০১২ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হন। দারিদ্র্য বিমোচন বিশেষ করে অতিদারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্যে অভিভূত বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। তাই সরেজমিনে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেন নিজের আগ্রহে। আর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস।