Search
Close this search box.
Search
Close this search box.

monisha

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিদেশী ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশী ছাত্রী মনীষা দাস। কোরিয়ার সেরা এই বিশ্ববিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিদেশী ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতাসহ কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিদেশী ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকরা এইসব প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম পুরস্কার পাওয়ার পর মনীষা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন “আমি আশা করিনি প্রথম হবো। শেষ মূহুর্তে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। পুরস্কার পেয়ে খুব ভাল লাগছে। উৎসাহ আরো বেড়ে গেলো”।

chardike-ad

মনীষা কোরিয়ান সরকারের বৃত্তি নিয়ে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ্কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। এই বছরের শুরুতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে একটি স্টাডি ট্যুরেও অংশ নেন মনীষা। তাছাড়া কৃতিত্বের সাথে অধ্যয়নের জন্য এই বছর দেউং ফাউন্ডেশন স্কলারশীপও পেয়ছেন  মনীষা।