লড়াইটা ছিল বাঁচা মরার। জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ। আর হারলে বিদায় এক প্রকার নিশ্চিতই হয়ে যাবে বাংলাদেশের। কাবাডি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এগিয়ে থেকেও কোরিয়ার কাছে ৩৫-৩২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শুরুতে ১০-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে ১৫-১৫ সমতায় বিরতিতে যায় দু’দল। বিরতির পর ২৯-২৩ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে যায় কোরিয়া। নির্ধারিত সময়ে আর পয়েন্ট বাড়াতে পারেনি বাংলাদেশ। ফলে ৩৫-৩২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই হারে লড়াই থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছে বাংলাদেশের। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কাবাডি দল।