চট্টগ্রামে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে জয় পেলে দারুণ একটি অর্জন জমা পড়ত বাংলাদেশের ঝুলিতে। ঘরের মাঠে টানা সাতটি সিরিজ জয়। তারপরও এই ম্যাচে জয় পাননি বলে খুব আক্ষেপ নেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বরং ম্যাচ জেতায় প্রতিপক্ষ ইংল্যান্ডকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হেরেছে। স্বাগতিকদের করা ২৭৭ রানের জবাবে অতিথি দলটি ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচটি হারে আমাদের খুব একটা দুঃখ নেই। নেই কোনো অপূর্ণতা। ইংল্যান্ড যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতেছে। তবে আমরা কিছু ভুল না করলে হয়তো ম্যাচ জিততেও পারতাম।’
এই ম্যাচে তিন শতকের বেশি রান করলে হয়তো জেতা যেতো বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচে আরো কিছু বেশি রান করার সুযোগ ছিল। তিন শতকের বেশি রান করলে ইংল্যান্ডকে হয়তো চাপে ফেলা যেতো।’
ইমরুলের ক্যাচ মিসে ম্যাচ হেরেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে ক্যাচ মিস ম্যাচের একটা অংশ। তবে সেই সময় ক্যাচটি ধরতে পারলে হয়তো অন্য রকম কিছু হতেও পারতো।’