ডেস্ক রিপোর্টঃ প্রথম ম্যাচে সাকিবকে না খেলানোর সমালোচনা করেছিল ভারতীয় পত্রিকা আনন্দবাজার। কেকেআরের ওয়েবসাইট, ফেসবুক পেইজে অসংখ্য ভক্তদের প্রশ্ন ছিল একটাই কেন সাকিবকে খেলানো হল না? সবাই মনে করেছিল প্রথম ম্যাচে হেরে এবার সাকিবকে নিয়েই টিম হবে কেকেআরের। কিন্তু দ্বিতীয় ম্যাচেও সাকিব না থাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাকিব ভক্তরা। কেউ কেউ সাকিব না খেলিয়ে অখ্যাত নারিনকে খেলানো ষড়যন্ত্রেরও আভাষ পাচ্ছেন। অনেকেই মনে করছে সাকিব আর খেলানো নাও হতে পারে।
এদিকে সর্বশেষ খেলাতে স্থান হয়নি বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবালেরও। সাকিব তামিমদের খেলানো হবে কিনা পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন পথ নেই ভক্তদের।নিচে কেকেআরের ওয়েবসাইট থেকে ভক্তদের সর্বশেষ কয়েকটি কমেন্ট দেওয়া হল।