আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্টার্টআপ ভিভ ল্যাবস ইনকরপোরেটেড কিনছে স্যামসাং। অ্যাপলের সিরি সেবার স্রষ্টা এ মার্কিন এআই কোম্পানি। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিকেও গুরুত্ব দিচ্ছে, এরই অংশ হিসেবে স্যামসাংয়ের ভিভ অধিগ্রহণ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
অধিগ্রহণের তথ্য প্রকাশ করা হলেও চুক্তিতে বিনিয়োগকৃত অর্থ সম্পর্কে কিছু জানানো হয়নি। গত বছর মোবাইল পেমেন্ট স্টার্টআপ লুপপে ১৬ কোটি ডলারে অধিগ্রহণ করেছিল দক্ষিণ কোরিয়ার টেকজায়ান্ট। বার্লিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির প্রযুক্তিতে নির্ভর করে স্যামসাং চালু করে স্যামসাং পে। অ্যাপল পের জন্য প্রতিযোগিতা আরো জোরদার করে স্যামসাংয়ের এ সেবা। ক্যালিফোর্নিয়ার ভিভ ল্যাবস অধিগ্রহণের মাধ্যমেও প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে এগিয়ে যেতে চায়।
বছর চারেক আগে ভিভ ল্যাবস প্রতিষ্ঠা করেছিলেন সিরির সহপ্রতিষ্ঠাতা ড্যাগ কিট্টুলাস ও অ্যাডাম চেয়ের।
আগামী বছরের দ্বিতীয়ার্ধে উন্মোচন হতে যাওয়া পণ্যে ভিভের প্রযুক্তির সঙ্গে ভোক্তাদের পরিচয় করিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। প্রতিষ্ঠানের মোবাইল ডিভিশনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ইনজং রি এ কথা জানান। তার ভাষ্যে, শুধু স্মার্টফোন নয়, গৃহস্থালি পণ্যসহ স্যামসাংয়ের অন্য ডিভাইসেও ভিভের প্রযুক্তির পরিসর বাড়ানো হবে। অর্থাত্ পুরো প্রডাক্ট লাইনের অংশ হবে ভিভ।
প্যারেন্ট কোম্পানি স্যামসাংয়ের অধীনে থাকলেও ভিভ ল্যাবস ও এর ৩০ কর্মী স্বাধীনভাবে নিজস্ব কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে।
২০১৪ সালের আগস্ট থেকে স্যামসাংয়ের যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণ শুরু হয় স্মার্টথিংস কেনার মাধ্যমে। মার্কিন স্টার্টআপটি একটি গৃহস্থালি পণ্যের সঙ্গে অন্যটির সংযোগ স্থাপনে সহায়তা করে থাকে। স্মার্টথিংস ওই সময় স্যামসাং অধিগ্রহণ করেছিল ২৫ কোটি ডলারে। গত বছর লুপপে কেনার পর প্রতিষ্ঠান কিনে নেয় সান-ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান জয়েন্টকে।
স্যামসাংয়ের গ্লোবাল ইনোভেশন সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যাকোপো লেনজির তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুতে এ অধিগ্রহণ কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। ভিভের ভেঞ্চার ক্যাপিটালে অবদান রয়েছে হরাইজন ভেঞ্চার্স, আইকনিক ক্যাপিটাল ও প্রিটজকার গ্রুপ বেঞ্চার ক্যাপিটালের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের।