Search
Close this search box.
Search
Close this search box.

base_1474954837-u-18-hockey

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ওমানের জালে ১০ গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লেখালো বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ‘বি’ পুলের রানারআপ চাইনিজ তাইপের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা।

chardike-ad

মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলার ৪ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মাহবুব। ৮ মিনিটে স্কোরলাইন ২-০ করেন আরশাদ। ১৬ মিনিটে স্কোর করেন মহসিন। চতুর্থ গোলটি আসে রাব্বির স্টিক থেকে। দলের ষষ্ঠ ও অষ্টম গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মহসিন। হ্যাটট্রিক করেন ভারতের বিপক্ষে চার গোল করা আশরাফুলও। ৫ম, ৭ম ও ৯ম গোল করেন তিনি। শেষ গোলটির স্কোরার রাব্বি।

একই দিনে চীনের সঙ্গে ২-২ গোলে ড্র করে  ‘বি’ পুলের রানারআপ হিসেবে সেমির টিকিট কেটেছে চাইনিজ তাইপে। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার তিনটায় মাঠে নামবে ভারত-পাকিস্তান। ‘এ’ পুল থেকে রানারআপ হয়ে ভারত ও ‘বি’ পুল চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে পাকিস্তান। হংকন চীনকে ১৪-০ গোলে হারায় পাকিস্তান।

‘এ’ পুলে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ।