পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য জাতিসংঘ যখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের বিষয়ে আলোচনা করছে, দেশটি তখন সাফ জানিয়ে দিল পরমাণু অস্ত্র কর্মসূচি তারা চালিয়ে যাবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, নিজেদের রক্ষার জন্য পরমাণু কর্মসূচির সঙ্গে চলা ছাড়া তাদের সামনে আর পথ নেই। এই অস্ত্রের সংখ্যা ও মান বাড়িয়ে সামরিক বাহিনীকে তারা আরো শক্তিশালী করবেন।
গেল মে মাসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া রি ইয়ং বলেন, যত দিন পরমাণু শক্তিধর কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা থাকবে তত দিন জাতীয় নিরাপত্তা ও শান্তি রক্ষায় পরমাণু কর্মসূচি একমাত্র পথ।
ছলতি বছরে দু’বার পরমাণু বোমা এবং ২০ বারেরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।