শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান। দেশটির প্রধান দ্বীপ হনসুর দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে হতাহতের ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের প্রধান দ্বীপ হনসুর ২৫০ মাইল দক্ষিণ-পূর্বে ইজু দ্বীপে। এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার।
ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ জানালেও জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫ বলে জানিয়েছে। এর গভীরতা ১০ কিলোমিটার বলে জানায় জাপানের আবহাওয়া সংস্থা। তবে সুনামির কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থা বলছে, ভূমিকম্পে উপকূলীয় সমুদ্র স্তরের কিছুটা পরিবর্তন ঘটেছে, তবে তা ক্ষতি হওয়ার মতো কোনো অবস্থা না।