সকালে বৃষ্টিতে রাজধানীর মানুষের ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছিলো। দুপুরের স্নিগ্ধ আবহাওয়ায় উৎসবের আমেজ কিছুটা ফিরে আসে। বিকেলের দিকে সেই আমেজে ফের ছন্দ পতন ঘটায় বৃষ্টি।
দুপুরের দিকে লোকজন খেয়ে বের হবেন। এমন প্রত্যাশায় ছিলেন চিত্তবিনোদন কেন্দ্রের দায়িত্বরতরা। কিন্তু বিকেলের বৃষ্টিতে ফাকাই দেখা গেছে চিত্তবিনোদন কেন্দ্রগুলো। হাতে গোনা কয়েকজন এলেও যায়গা নিয়েছেন বন্ধ দোকানের বারান্দাগুলোতে।
শাহাবাগের শহীদ জিয়া শিশুপার্কের টিকিট কাউন্টারে দায়িত্বরত মিজানুর রহমান জানালেন, অন্যান্যবারের মতো এবারো ভেবেছিলাম বিকেলে বেশ ভিড় হবে। কিন্তু বৃষ্টিতে লোকজন আসতেই পারছেন না। যারা আসছেন তারাও বৃষ্টির জন্য ভেতরে ঢোকেনি।
একই অবস্থা দেখা গেল রাজধানীর ব্যস্ততম বিনোদন কেন্দ্র হাতিরঝিলেও। এখানে নিয়মিত যে সংখ্যক লোক দেখা যায় তেমনিটাও দেখা যায়নি আজ।
কথা হলো মালীবাগের রাশিদুল ইসলামের সাথে। তিনি তার ছেলে আর ভাগনেকে নিয়ে এসেছেন হাতিরঝিলে। বৃষ্টি থেকে ‘বাঁচতে’ দাঁড়িয়েছেন ওভারব্রিজের নিচে। বললেন, ‘আসছিলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে। এসেতো বিপদে পড়ে গেলাম। বাচ্চারা মন খুলে ঈদের আনন্দটা উপভোগ করতে পারলো না।’ বণিকবার্তা।