প্রধান প্রধান ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা গেট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশে ট্রেন স্টেশনে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কোরিয়ান সরকার এই প্রথম ট্রেন স্টেশনে চেকপয়েন্ট স্থাপন করেছে। কোরিয়ার প্রধান ট্রেন স্টেশন সিউল স্টেশন ছাড়াও ওসোং স্টেশন, ইকসান স্টেশন এবং বুসান স্টেশনে চেকপয়েন্ট বসানো হয়েছে। এসব চেকপয়েন্টে বিমানবন্দরের মতো একররকম উন্নত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে ।
২০০৪ সালে মাদ্রিদে সন্ত্রাসী হামলায় ১৯১ জনের প্রাণহানির পর ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করে।
দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ট্রেন স্টেশনে নিরাপত্তা বিষয়ে বলেন “ট্রেন স্টেশন সন্ত্রাসী হামলার জন্য একটি সহজ লক্ষ্যবস্তু হতে পারে। কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ এইসব স্টেশন দিয়ে যাতায়াত করছে। আমাদের আগামী বছর এই ধরণের নিরাপত্তা বিশিষ্ট ট্রেন স্টেশনের সংখ্যা বৃদ্ধি করার এবং পাশাপাশি বোমা সনাক্তকরণ কুকুর ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।”
ইজাজ আহমদে, শিওয়া, দক্ষিণ কোরিয়া