Search
Close this search box.
Search
Close this search box.

samsungবৈশ্বিক স্মার্টফোন বাজারে সরবরাহ বিবেচনায় শীর্ষ কোম্পানি স্যামসাং। ডিভাইস প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান এবার অনলাইনে স্মার্টফোন বিক্রিতেও শীর্ষস্থান দখলে নিয়েছে। লেনোভো-মটোরোলা, এমনকি চীনভিত্তিক ব্র্যান্ড শাওমিকে পেছনে ফেলে এ অবস্থানে এসেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর ইটি ব্যুরো।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, অনলাইনে স্মার্টফোন বিক্রিতে স্যামসাংয়ের দখল বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির দখল বেড়ে ২৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা এর আগের প্রান্তিকে ছিল ২২ দশমিক ৫ শতাংশ। অথচ ২০১৫ সালের শেষ প্রান্তিকে অনলাইন স্মার্টফোন বাজারে এর দখল ছিল ১৭ দশমিক ৮ শতাংশ।

chardike-ad

কাউন্টার পয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক তরুণ পাঠক বলেন, স্যামসাং অনলাইন বিক্রি বাড়াতে সহযোগীদের সঙ্গে গ্যালাক্সি অন ও জে সিরিজের মতো কিছু নির্দিষ্ট মডেলের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে। অনলাইন ডিভাইস বাজারে যা প্রতিষ্ঠানটিকে দ্রুত উপরে উঠতে সাহায্য করেছে।

চীনভিত্তিক লেনোভো অনলাইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ভাইভ ও মোটো সিরিজের ডিভাইসের ওপর নির্ভরশীল। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির অনলাইন বাজারে দখল কমে ২০ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রান্তিকটিতে লেনোভো ৯০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। ২০১৫ সালের শেষ প্রান্তিকে ২৪ দশমিক ৭ শতাংশ দখল নিয়ে লেনোভো অনলাইন ডিভাইস বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল।

লেনোভোর একজন মুখপাত্র কাউন্টার পয়েন্টের উপাত্তের সঙ্গে দ্বিমত পোষণ করে দাবি করেন, আমরা ভারতের অনলাইন স্মার্টফোন বাজারে এখনো শীর্ষ পর্যায়ে অবস্থান করছি। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তের উদ্ধৃতি দিয়ে বলেন, এটা সত্যি গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর অনলাইন বাজার দখল কমে ১৯ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে। যদিও এই দখল অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম নয়।

জানা যায়, স্মার্টফোন বিক্রিতে অনলাইন বাজারের অবদান গত বছরের ডিসেম্বর শেষে ৩৭ শতাংশ ছিল। যা চলতি বছর জুন শেষে কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, অনলাইন ডিভাইস বাজারে দখল ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে চীনভিত্তিক শাওমি শীর্ষ তিন নম্বরে উঠে এসেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির বাজার দখল ১২ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। রেডমি নোট ৩ ব্যাপক হারে বিক্রি প্রতিষ্ঠানটিকে এগিয়ে যেতে ভূমিকা রেখেছে। ফলে এর আগের প্রান্তিকে ১১ দশমিক ৪ শতাংশ দখল নিয়ে তৃতীয় অবস্থানে থাকা ভারতীয় ডিভাইস নির্মাতা মাইক্রোম্যাক্সকে পেছনে ফেলেছে শাওমি।

অনলাইন ডিভাইস বাজারে বিক্রির দিক থেকে মাইক্রোম্যাক্স ও আসুস যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। মাইক্রোম্যাক্সের দখল ১৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ শতাংশে। অন্যদিকে আসুসের দখল ৫ দশমিক ৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪ শতাংশে। বণিকবার্তা।